[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

ধর্ষণের অভিযোগ নিয়ে এমবাপ্পের পাশেই রয়েছে রিয়াল

প্রকাশিত হয়েছে- অক্টোবর ১৭, ২০২৪

[ad_1]

নেশনস লিগের ম্যাচের জন্য এমবাপ্পেকে স্কোয়াডের বাইরে রেখেছিলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। কয়েক দিন ছুটি পেয়ে যাওয়ায় বন্ধুদের নিয়ে গত ৯ অক্টোবর স্টকহোমে যান এমবাপ্পে। সেখান থেকে তাঁরা ফিরে আসেন ১১ অক্টোবর। সুইডেনের বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, এমবাপ্পে তাঁর বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁর পাশাপাশি নৈশক্লাবে গিয়েছিলেন। ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা তাঁর বন্ধুদের সঙ্গে স্টকহোম ছাড়ার পর এক নারী পুলিশের কাছে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেন।

গত মঙ্গলবার সুইডিশ সংবাদমাধ্যম আফতোব্লাদেত প্রথম জানায়, ধর্ষণের অভিযোগে এমবাপ্পের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরকে ‘ভুয়া’ বলেছিলেন এমবাপ্পে। রিয়াল তারকা আরও দাবি করেন, পিএসজির কাছে বকেয়া পাওনা নিয়ে তিনি যে আইনি লড়াই করছেন, তার সঙ্গে ধর্ষণের অভিযোগের যোগসূত্র রয়েছে। গত মঙ্গলবার এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এমবাপ্পে মন্তব্য করেছিলেন, ‘শুনানির আগের দিন এমন কিছু একদমই অনুমানযোগ্য ছিল।’

[ad_2]