ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা চরম অন্যায়: জামায়াত আমির

- আপডেট সময় : ০৬:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে জামায়াত কাজ করছে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা চরম অন্যায়। আমি ব্যক্তি ও আমার দলের লোকেরাও ভুলের উর্ধ্বে নয়। ভুল যদি ধরিয়ে না কেউ দেয়, তাহলে তো ভুলকে শুদ্ধ মনে করে এটার ওপরই আমি প্রতিষ্ঠিত থাকব। আমরা এই জায়গাটাকে এনকারেজ করি, ওয়েলকাম করি। সম্ভবত আমাদের নিয়ে যত কাটাছেঁড়া হয়েছে সত্য মিথ্যা যাই হোক, অন্য কোনো দলকে আমার মতে এটা করা হয়নি।’
বুধবার (২৮ আগস্ট) রাজধানীতে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন তিনি।
জামায়াত প্রতিশোধে বিশ্বাসী নয় এবং ক্ষমতায় গেলে বস্তুনিষ্ঠ থাকবে বলেও মন্তব্য করেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি জানান, রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা পূ্রণে ব্যর্থ হয়েছে।
গত ১৫ বছরে জামায়াত নেতা-কর্মীদের সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, গণমাধ্যম স্বাধীন ছিল না তাই দেশ অনেক পিছিয়ে গেছে।
চলমান মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘যেভাবে হত্যা মামলা করা হচ্ছে তাতে মূল আসামিরা পার পেয়ে নিরপরাধ মানুষ ফেঁসে যেতে পারে।’
বাংলাদেশ জার্নাল/কেএইচ