দুর্বল স্বাস্থ্য খাতে অস্থিরতা | প্রথম আলো
- আপডেট সময় : ১২:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
একমাত্র ওষুধ প্রতিষ্ঠান
একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড বা ইডিসিএল। ইডিসিএলের ঢাকা, বগুড়া, গোপালগঞ্জের কারখানায় ওষুধ তৈরি হয়। খুলনার একটি কারখানায় কনডম তৈরি হয়। কনডম তৈরির রাবার উৎপাদন হয় মধুপুরে।
ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক একজন আওয়ামী লীগ নেতা। তিনি ওষুধবিজ্ঞানী নন, চর্মরোগবিশেষজ্ঞ। এ প্রতিষ্ঠানে চার হাজারের বেশি মানুষ কাজ করেন। তাঁদের সিংহভাগ শ্রমিক শ্রেণির। বিশেষজ্ঞরা বলেছেন, অর্ধেক জনবলে এই প্রতিষ্ঠান চালানো সম্ভব। স্বাস্থ্য খাতের এই একমাত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানে একটি জেলার মানুষের প্রাধান্য লক্ষণীয়।
এখন করণীয়
এতকাল যাঁরা বঞ্চিত ছিলেন তাঁরা বলছেন, এবার সময় এসেছে পাওনা বুঝে নেওয়ার। ড্যাবের চিকিৎসকেরা চড়াও হচ্ছেন কর্তৃপক্ষের ওপর। ইতিমধ্যে বিএসএমএমইউ, জাতীয় মানসিক হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালসহ বেশ কিছু প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বেশ কিছু প্রতিষ্ঠানে চিকিৎসকদের পাশাপাশি নার্স ও তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরাও মিছিল করছেন, ভাঙচুরে অংশ নিচ্ছেন। তাঁদের বক্তব্য, গত ১৬ বছরে তাঁরা নানাভাবে বঞ্চিত হয়েছেন।