[ad_1]
১২. পদের নাম: ফরাস
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের চেয়ারম্যান, নিয়োগসংক্রান্ত বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দিনাজপুর বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম; পিতা ও মাতার নাম; স্থায়ী ঠিকানা; বর্তমান ঠিকানা; নিজ জেলা; জন্মতারিখ; ২৮ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স; জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্মনিবন্ধন সনদপত্রের নম্বর; মোবাইল নম্বর; ই–মেইল (যদি থাকে) স্পষ্টাক্ষরে উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে। খামের ওপর আবশ্যিকভাবে পদের নাম ও নিজ জেলা স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। প্রার্থীর সঠিক নাম–ঠিকানাসহ ২০ টাকার অব্যবহৃত ডাকটিকিট–সংবলিত সাড়ে ৯ বাই সাড়ে ৪ ইঞ্চি মাপের একটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। ৮ থেকে ১২ নম্বর পদে শুধু দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৮ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৯ থেকে ১২ নম্বর পদের জন্য ১০০ টাকা বাংলাদেশ/সোনালী ব্যাংক পিএলসি-এ ট্রেজারি চালানের মাধ্যমে ১-২১৪১-০০০০-২০৩১ ১৪২২৩২৬ [নতুন কোড] নম্বর কোডে জমা দিতে হবে। চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, নিয়োগসংক্রান্ত বাছাই কমিটি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দিনাজপুর।
আবেদনের শেষ সময়: ২৮ অক্টোবর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
[ad_2]