বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
তাঁতীবাজারে পূজামণ্ডপে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ছুরিকাঘাতে আহত ৫
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
ছুরিকাঘাতে আহত ব্যক্তিরা হলেন দীপ্ত দে (২৬), ঝন্টু ধর (৫০), খোকন ধর (৪০), সাগর ঘোষ (২৬) ও মো. রমিজ উদ্দিন (৩০)। তাঁরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। সবাই আশঙ্কামুক্ত বলে কোতোয়ালি থানার এসআই মো. লিটন জানিয়েছেন। আর এ ঘটনায় আটক তিনজন হলেন গাইবান্ধার আকাশ (২৩), পটুয়াখালীর মো. হৃদয় (২৩) ও নোয়াখালীর মো. জীবন (১৯)। তাঁরা কোতোয়ালি থানা হেফাজতে আছেন।
তাঁতীবাজার মোড়ে মূল সড়কের পাশেই পূজামণ্ডপ। রাত ১০টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, অনেক মানুষ পূজামণ্ডপে এসেছেন। পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত রয়েছেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, একজন যুবক পেট্রোলবোমা ছুড়ে মারেন। এতে অল্প একটু আগুন জ্বললেও বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই এদিক–ওদিক ছোটাছুটি শুরু করেন।