[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২৩, ২০২৪

[ad_1]

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা প্রথম আলোকে বলেন, হ্রদে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ঝুলন্ত সেতুও ডুবে যাচ্ছে। তাই ঝুঁকি এড়াতে আমরা অনির্দিষ্টকালের জন্য সেতু দিয়ে পারাপারে নিষেধাজ্ঞা দিয়েছি। পানি কমলে পুনরায় দর্শনার্থীদের জন্য সেতু খুলে দেওয়া হবে।

কাপ্তাইয়ে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৮৪ ফুট এমএসএল (মিন সি লেভেল)। গত সোমবার উচ্চতা ছিল ৯৮ দশমিক ২৫ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত।

[ad_2]