[ad_1]
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এতে উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান সই করা এক আদেশে এই পদায়ন করা হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তারকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত, উপ-কমিশনার ফারুক আহমেদকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন, ভারপ্রাপ্ত), অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে উপ-কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন বিভাগ, ভারপ্রাপ্ত) অতিরিক্ত উপ-কমিশনার রেজাউল করিমকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ভারপ্রাপ্ত), অতিরিক্ত উপ-কমিশনার মইনুল হককে উত্তরা জোনে ও অতিরিক্ত উপ-কমিশনার মফিজুল ইসলামকে ওয়ারী বিভাগের ওয়ারী জোনে বদলি করা হয়েছে।
অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ জিয়াউল হককে তেজগাঁও জোনে, অতিরিক্ত উপ-কমিশনার আবু লাইচ মো. ইলিয়াচ জিকুকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এস এম শামীমকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত, অতিরিক্ত উপ-কমিশনার রেজওয়ানুল ইসলামকে মতিঝিল জোনে, অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিমকে গোয়েন্দা-ওয়ারী জোনাল টিমে ও অতিরিক্ত উপ-কমিশনার আবুল হাসানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
টিটি/এসআর
[ad_2]