[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

টুখেলই হচ্ছেন ইংল্যান্ডের কোচ | প্রথম আলো

প্রকাশিত হয়েছে- অক্টোবর ১৬, ২০২৪

[ad_1]

টুখেলের প্রধান কাজ হবে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের অংশগ্রহণ নিশ্চিত করা। ইংলিশ ফুটবলে টুখেল অবশ্য নতুন কেউ নন। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত চেলসির কোচ ছিলেন টুখেল। ৫১ বছর বয়সী এই কোচ চেলসির হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। চেলসিতে দুই মৌসুম দায়িত্ব পালনকালে ইংরেজি ভাষাটাও দখলে এনেছেন টুখেল।

ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক হ্যারি কেইনের সঙ্গেও তিনি কাজ করেছেন বায়ার্নে। দুজনের মধ্যে বোঝাপড়াও ভালো। টুখেল বরুশিয়া ডর্টমুন্ডের কোচ হিসেবে জার্মান কাপ ও পিএসজির লিগ আঁ জিতেছেন দুবার। পিএসজির হয়ে ২০১৯-২০ মৌসুমে জিতেছেন ঘরোয়া ট্রেবল।

সর্বশেষ বড় দলের মধ্যে বায়ার্নের কোচ ছিলেন টুখেল। গত মৌসুম শেষেই জার্মান ক্লাবটির দায়িত্ব ছাড়েন। টাইমস এর আগে জানিয়েছিল, ম্যানচেস্টার সিটিকে দুর্দান্ত সব সাফল্য এনে দেওয়া পেপ গার্দিওলাকে অনানুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল। এফএর পছন্দের তালিকায় ইয়ুর্গেন ক্লপের নাম আছে বলেও শোনা গিয়েছিল।

[ad_2]