[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

টরন্টোয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান 

প্রকাশিত হয়েছে- অক্টোবর ৬, ২০২৪

[ad_1]

...

উৎসবমুখর পরিবেশে টরন্টোয় অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। কানাডায় বসবাসরত চট্টগ্রামবাসীদের সংগঠন চট্টগ্রাম সমিতি কানাডা ইনকের উদ্যোগে আয়োজিত এই মেজবানে কয়েক হাজার বাংলাদেশি প্রবাসীর অংশগ্রহণ করেন।

 

সম্প্রতি টরন্টোর সুন্নাতুল জামাত অব অন্টারিও মসজিদে অনুষ্ঠিত এই আয়োজনের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধিসহ নেতৃস্থানীয় ব্যক্তিরা বক্তব্য রাখেন।  

এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম সমিতি কানাডা ইনক চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করলেও সব মহলের অংশ গ্রহণের মধ্য দিয়ে এটি প্রবাসে বাংলাদেশের মেজবান হয়ে ওঠেছে।

আয়োজকদের পক্ষে সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মেজবানে অংশ নেওয়ায় অতিথিদের কৃতজ্ঞতা  জানিয়ে বলেন, চট্টগ্রাম সমিতি কানাডা- প্রবাসে বাংলাদেশের এবং চট্টগ্রামের ঐতিহ্য সমুন্নত রাখতে সবসময় সচেষ্ট থাকবে।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



[ad_2]