[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

জড়িতদের শাস্তির দাবিতে মিছিলে-স্লোগানে উত্তাল কলকাতা

প্রকাশিত হয়েছে- সেপ্টেম্বর ২, ২০২৪

[ad_1]

মিছিলটিতে হাজারো মানুষ যোগ দেন। বলিউড টালিউড তারকা, কবি, সাহিত্যিক, শিল্পী, ক্রীড়াবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজকর্মী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। এতে সাধারণ মানুষের পাশাপাশি টালিউড তারকা অপর্ণা সেন, স্বস্তিকা মুখার্জি, অপরাজিতা আঢ্য, সোহিনী সরকার, দেবলীনা দত্ত, সৃজিত মুখার্জি, বাদশা মৈত্র, উষসী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, চৈতী ঘোষাল, লগ্নজিতা চক্রবতীকেও দেখা গেছে। মিছিল থেকে জোর আওয়াজ ওঠে, ‘দফা এক, দাবি এক, সব দোষী শাস্তি পাক’।

দ্বিতীয় বৃহত্তর প্রতিবাদ মিছিলটির আয়োজন করে রামকৃষ্ণ মিশন। মিশনের প্রাক্তনী ও তাদের পরিবারের সদস্যরা কালো পোশাকে মৌন মিছিলে হাঁটেন। মিছিল শুরু হয় দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে, শেষ হয় নন্দন চত্বরে।

[ad_2]