বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
কারখানার শ্রমিক আবদুল মোমিন বলেন, ‘গত সপ্তাহে কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই এবার যতক্ষণ না মালিক কারখানায় এসে দাবি মেনে নেওয়ার ঘোষণা না দেবেন, ততক্ষণ আন্দোলন চলবে। বারবার আশ্বাস দিয়ে তারা কথা রাখছে না।’
গাজীপুর শিল্পাঞ্চলের সহাকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, শ্রমিকেরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বেলা একটার দিকে আন্দোলন শুরু করেন। পরে তাঁরা চন্দ্রা–নবীনগর সড়কে অবস্থান নিয়েছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।