[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

চট্টগ্রামে বন্যার পানিতে যুবক নিখোঁজ

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২৩, ২০২৪

[ad_1]

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি নদীতে বন্যার পানিতে মোহাম্মদ রনি (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা বিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গাবতল এলাকার বাসিন্দা আবু বক্করের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।

স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী জাগো নিউজকে বলেন, ‌বুধবার (২১ আগস্ট) রাত থেকে পাহাড়ি ঢলে ইছামতি নদীর তীর উপচে পানি প্রবেশ করে। বৃহস্পতিবার দুপুরে আমরা কয়েকজন বন্যার পানি দেখতে যাই। এসময় নদী সংলগ্ন জমিতে নামলে প্রবল বেগে ধেয়ে আসা স্রোতে রনি তলিয়ে যান। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস দিনভর চেষ্টা চালিয়েও তার খোঁজ পাননি।

এদিকে ইছামতি নদীতে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙ্গুনিয়ার বিস্তীর্ণ এলাকা। ভেসে গেছে দেশের ‌শস্যভান্ডার খ্যাত গুমাইল বিলের শত শত হেক্টর ফসলি জমি। ডুবেছে বসতবাড়ি ও মাছের ঘের।

স্থানীয় আহমেদ রেজা আরিফ জানান, পাহাড়ি ঢলে উত্তর রাঙ্গুনিয়ার রাজানগর, দক্ষিণ রাজানগর, পারুয়া, হোসনাবাদসহ বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের রাঙ্গুনিয়া অংশের কিছু জায়গা প্লাবিত হয়েছে। ইছামতি নদীর রাবার ড্যাম ব্রিজের অপরিকল্পিত অতিরিক্ত পিলারের কারণে বন্যার সৃষ্টি বলে অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কারও বক্তব্য পাওয়া যায়নি।

এএজেড/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]