[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

গুলি মিনহাজের কোমরে ঢুকে আর বের হয়নি

প্রকাশিত হয়েছে- অক্টোবর ৩, ২০২৪

[ad_1]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত পোশাকশ্রমিক মিনহাজুল হোসেনের (১৭) বাঁ হাতের কনুই ভেদ করে একটি গুলি কোমরে ঢুকে আর বের হয়নি। গত ২০ জুলাই কারফিউ চলাকালে গাজীপুরের বড়বাড়ি জয়বাংলা সড়কে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে।

ওই দিন গভীর রাতে একটি পিকআপ ভ্যানে মিনহাজুলের লাশ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার উত্তর রামশালা গ্রামের নিজ বাড়িতে আনা হয়। পরের দিন সকাল ১০টায় গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে বাড়ির পাশে মিনহাজের লাশ দাফন করা হয়।

[ad_2]