[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

গুমের বিচারে পৃথক ট্রাইব্যুনাল জরুরি

প্রকাশিত হয়েছে- সেপ্টেম্বর ১৪, ২০২৪

[ad_1]

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘আমাদের দণ্ডবিধিতে গুমের জন্য স্পষ্ট আইন নেই, অপহরণের জন্য আইন আছে। গুম আর অপহরণ এক নয়। গুম অনেক ভয়ংকর গুরুতর অপরাধ। এর জন্য গুরুতর সাজা হওয়া বাঞ্ছনীয়। সে কারণে গুমের জন্য নতুন আইন প্রয়োজন।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দীর্ঘসূত্রতা এড়াতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। পাশাপাশি গুমের ঘটনার বিচারের জন্য সব তথ্য–প্রমাণ সংরক্ষণের দাবি জানান এই আইনজীবী।

আইনবিদ ও হংকং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিনথিয়া ফরিদ বলেন, গুম অত্যন্ত ঘৃণ্য অপরাধ। প্রমাণ হিসেবে কোনো কাগজপত্র না থাকলেও গুমের শিকার ব্যক্তিদের বয়ান ও বিভিন্ন ব্যক্তির সাক্ষ্য থেকে এই অপরাধের বিচার করা সম্ভব। পৃথিবীর বিভিন্ন দেশে এমন বিচার ও কঠিন সাজার দৃষ্টান্ত রয়েছে।

প্যানেল আলোচনার পর শ্রোতা ও গুমের শিকার পরিবারের সদস্যরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

আলোচনার সঞ্চালক মানবাধিকারকর্মী রেজাউর রহমান বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে ২৩টি ‘আয়নাঘরের’ সন্ধান পাওয়া গেছে, সেখানে সব প্রমাণ সংরক্ষণ করতে হবে। এ বিষয়ে যাবতীয় তথ্য জনসাধারণের কাছে তুলে ধরতে হবে। তিনি জানান, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকার সূত্রে ৭০৯ জন ব্যক্তির গুমের ঘটনা জানা গেছে। এর মধ্যে ১৫৫ জন এখনো নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারসহ দ্রুত গুমের বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে।

[ad_2]