[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

গাজায় দিনভর ইসরায়েলি হামলায় ৬১ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত হয়েছে- সেপ্টেম্বর ১, ২০২৪

[ad_1]

গাজার কর্মকর্তারা বলছেন, তাঁরা এরই মধ্যে মধ্য গাজায় কিছু শিশুকে পলিও টিকা দিতে শুরু করেছে। আজ রোববার থেকে গাজায় জাতিসংঘের টিকাদান কর্মসূচি শুরু হবে। এ উপলক্ষে তিন দিনের জন্য মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের দিন গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাল ইসরায়েলি সেনারা।

গাজার প্রতিরক্ষা বিভাগ জানায়, গতকাল গাজা সিটির তুফফাহ নামক এলাকা লক্ষ করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। গাজা সিটির আল-আহলি আরব হাসপাতালে বোমা নিক্ষেপ করা হয়। এতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন। 

আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় নিহতদের মধ্যে প্রায় ১৭ হাজারই শিশু, যা সেখানকার মোট শিশুর ২ দশমিক ৬ শতাংশ। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে প্রতিদিন সেখানে প্রায় ৫৩ শিশু নিহত হয়েছে। প্রতিদিন নারী ও পুরুষ নিহত হয়েছেন ৭২ জন। অন্তত ১০ হাজার জন এখনো নিখোঁজ আছেন।

[ad_2]