[ad_1]
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেন, ‘অসুস্থ রাজনীতি ও অসুস্থ রাজনীতিবিদ দিয়ে যখন দেশ পরিচালিত হয়, তখন বিচার বিভাগ একটি আলাদা প্রতিষ্ঠান হিসেবে শক্তিশালীভাবে দাঁড়াবে, এ চিন্তা করাটাই ভুল।’ তিনি মনে করেন, বিচার বিভাগ পচে দুইভাবে। একটি হচ্ছে পুরোপুরি রাজনৈতিক নিয়োগ ও রাজনৈতিক নিয়ন্ত্রণ। আরেকটি হলো অর্থ, অন্যায্য সুবিধা। এ ক্ষেত্রে বিচারকদের পাশাপাশি আইনজীবীদের দায়ও দেখেন তিনি।
তাই রুমিন ফারহানার ভাষ্য, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করতে হবে, যেটা সুপ্রিম কোর্টের অধীন থাকবে। বিচারক পদায়নের জন্য পৃথক নীতিমালা করতে হবে।
আলোচনায় অংশ নিয়ে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য ও প্রাবন্ধিক ফিরোজ আহমেদ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে পুলিশ, জনপ্রশাসন ও চলতি ধারার রাজনীতিতে সংস্কারের ওপর জোর দেন।
ফিরোজ আহমেদ বলেন, ‘আদালত অবমাননার একটি প্রশ্ন আমাদের দেশে আছে যে আদালতের রায়ের সমালোচনা করা যাবে না, পর্যালোচনা করা যাবে না; বরং আমরা দাবি করব যে আদালতের রায়, এর শুনানি এবং বিচারকদের মন্তব্য আরও বেশি গণমাধ্যমে আসতে দেওয়া উচিত।’
[ad_2]