খুদে ফুটবলারদের নিয়ে গুহায় আটকে পড়া থাইল্যান্ডের সেই কোচ এবার আটকা পড়লেন বন্যায়

- আপডেট সময় : ০৯:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

ফোনে এএফপিকে এক্কাপল বলেছেন, গত মঙ্গলবার সকালে তাঁর গ্রামে আকস্মিকভাবে বন্যার পানি ওঠায় পরিবার নিয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারেননি। পানি ক্রমাগত বেড়ে চলায় প্রেমিকা ও তাঁর এক আত্মীয়কে নিয়ে গত মঙ্গলবার রাতটা বাসার ছাদের ওপর কাটান চ্যানতাওং, ‘ভয় পেলেও নিজেকে বলেছি শান্ত থেকে অপেক্ষা করতে হবে এবং পরিস্থিতি বিবেচনা করতে হবে।’
পানি নেমে যাওয়ার পর বাসার নিচতলায় নেমে আসেন চ্যানতাওং। কিন্তু বাইরে স্রোতের বেগ তখনো খুব বেশি থাকায় বাসা ছেড়ে যেতে পারেননি তিনি।
২০১৮ সালে চ্যানতাওং এবং তাঁর ‘ওয়াইল্ড বোয়ার্স’ দল থাম লুয়াং গুহায় আটকা পড়ার পর আন্তর্জাতিকভাবে উদ্ধার দল গঠন করে তাঁদের বাঁচানো হয়েছিল। চ্যানতাওং জানিয়েছেন, গুহায় আটকা পড়ার সেই অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা তিনি বন্যার দুর্দশা থেকে বাঁচতে কাজে লাগিয়েছেন, ‘এটা আলাদা কিছু ছিল বলে মনে করি না। প্রথমে (সমস্যায়) মনোযোগ দিতে হয়েছে, এরপর সমস্যাগুলো সমাধান করতে হয়েছে। এভাবে আটকা পড়ায় বেশি চাপ অনুভব করিনি। পরিত্রাণের পথ বের করার চেষ্টা করেছি।’