[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

কোটা নিয়ে তফসিলি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ‘ভারত বন্‌ধ্‌’

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২২, ২০২৪

[ad_1]

এদিকে গতকাল ঝাড়খন্ড রাজ্যের রাজধানীর রাঁচিতেও ভারত বন্‌ধ্‌ কর্মসূচির প্রভাব পড়ে। বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ায় শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। অনেক বিক্ষোভকারীকে সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতেও দেখা যায়।

ভারত বন্‌ধ্ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তর প্রদেশের নয়দাতেও গতকাল পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। নয়দা পুলিশের যুগ্ম কমিশনার সাংবাদিকদের বলেন, কোনো ধরনের বিরূপ পরিস্থিতি মোকাবিলায় সড়কে সড়কে টহল বাড়ানো হয়েছে।

কোটা সংরক্ষণ নিয়ে তফসিলি সম্প্রদায় ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে ভারতের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী জয়ন্ত সিং চৌধুরী গতকাল সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর আইনমন্ত্রী লোকসভায় বিষয়টি নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন। এরপর কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভাও এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে। ফলে এখন বিষয়টি নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার মতো আর কিছু নেই।

[ad_2]