কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা কাল শুক্রবার, প্রতি আসনে পরীক্ষার্থী ২০
- আপডেট সময় : ১১:৫৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
ভর্তি পরীক্ষা আটটি মূল কেন্দ্র এবং তিনটি উপকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। মূল কেন্দ্রগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ। উপকেন্দ্রগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা; খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনে এবার নেতৃত্ব দিচ্ছে সিভাসু। গুচ্ছ পদ্ধতিতে ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করা এক বিশাল কর্মযজ্ঞ। এই প্রক্রিয়ার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা রয়েছে। ইতিমধ্যে আমরা ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি।’ এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পাদনে তিনি গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।