[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

কিছু উচ্চাভিলাষী সদস্য পুলিশ বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে: ডিএমপি কমিশনার

প্রকাশিত হয়েছে- অগাস্ট ২৪, ২০২৪

[ad_1]

ডিএমপিকে ঢেলে সাজানো হবে উল্লেখ করে কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, বাহিনীর যাঁরা অপেশাদার আচরণ করেছেন, তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ঊর্ধ্বতন পুলিশের অনেক কর্মকর্তা পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, বিশেষ কোনো জেলার সদস্যদের দিয়ে ডিএমপি পরিচালিত হবে না, ডিএমপি পরিচালিত হবে পেশাদার কর্মকর্তাদের দিয়ে।

[ad_2]