[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করবেন বাইডেনপুত্র হান্টার

প্রকাশিত হয়েছে- সেপ্টেম্বর ৬, ২০২৪

[ad_1]

লস অ্যাঞ্জেলসের ফেডারেল আদালতে বৃহস্পতিবার হান্টারের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর তোড়জোড় চলছিল। জুরি ঠিক করার প্রক্রিয়া শুরু করা হচ্ছিল। এ সময় হান্টারের পক্ষ থেকে দোষ স্বীকার করার কথা আদালতকে জানানো হয়।

 এ সময় বিচারক মার্ক স্কারসি সতর্ক করে দিয়ে বলেন, দোষীসাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। জরিমানা হতে পারে ৫ লাখ থেকে ১০ লাখ ডলার। এসব বিষয়ে হান্টার অবগত কিনা, সেটা জানতে চান বিচারক। জবাবে হান্টার বলেন, ‘আমি জানি’।

[ad_2]