কমলা হ্যারিসের জয়ের অনিশ্চয়তা বাড়ছে
![](https://bdnewspost.com/wp-content/uploads/2023/09/1695534648060.jpg)
- আপডেট সময় : ০২:২০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
![](https://bdnewspost.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সে কথা মাথায় রেখেই কমলার তরফ থেকে দুই দিন আগে পেনসিলভানিয়া এসেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি এখনো এ দেশে জনপ্রিয় রাজনীতিক। পিটসবার্গে এক নির্বাচনী ভাষণে ওবামা কার্যত সভায় উপস্থিত আফ্রিকান-আমেরিকান পুরুষদের কষে বলে দিলেন। বললেন, ‘তোমরা কী করে আশা কর যে একজন বিলিয়নিয়ার মানুষ, যে নিজের স্বার্থ ছাড়া অন্য কোনো ব্যাপারে আগ্রহী নয়, সে তোমাদের স্বার্থ রক্ষা করবে?’
আরেক ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্য অ্যারিজোনাতে কমলা অস্বস্তিতে আছেন সেখানকার হিস্পানিক পুরুষদের নিয়ে। তাঁদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ ট্রাম্পের সমর্থক। গ্রুপ হিসেবে হিস্পানিকরা অধিক রক্ষণশীল, যাঁদের অনেকেরই কমলার তথা ডেমোক্র্যাটদের সমকামিতা ও লিঙ্গান্তরিত ব্যক্তিদের প্রতি সমর্থন বিদ্বেষের সৃষ্টি করেছে। এখানে নিরঙ্কুশ সংখ্যার হিসাবে কমলা এগিয়ে (৫৯: ৩৫), কিন্তু এই অঙ্গরাজ্যের প্রায় ৩৫ শতাংশ হিস্পানিক ভোটার এখনো ঠিক করে ওঠেননি কাকে তাঁরা ভোট দেবেন। অভিবাসন সমস্যা ও অর্থনীতি প্রশ্নে তাঁদের অনেকেই কমলাকে নয়, ট্রাম্পকেই বেশি বিশ্বাস করেন। বস্তুত, শুধু পেনসিলভানিয়াতে নয়, সারা দেশেই এই দুই বিষয়ে কমলার তুলনায় ৯ শতাংশ ভোটার ট্রাম্পের নেতৃত্ব অধিক আস্থাবান।
বাংলাদেশিরা যাঁরা এ দেশে ভোটার হিসাবে তালিকাভুক্ত, তাঁদের অনেকের মনোভাব অনেকটা হিস্পানিকদের মতোই। মুসলিমবিদ্বেষী অবস্থানের কথা জেনেও তাঁরা ট্রাম্পের পক্ষে। তাঁদের অনেকে অব্যাহত অবৈধ অভিবাসনের বিরোধী, অনেকেরই মনোভাব খোলামেলাভাবে বর্ণবাদী বা রেসিস্ট। ডেমোক্র্যাটদের উদার নৈতিক সামাজিক নীতিকেও তাঁরা ঘৃণা করেন। তাঁদের অনেকেই মনে করেন, ট্রাম্পের সময় অর্থনীতি অনেক ভালো ছিল। সংখ্যায় খুব বেশি না হলেও মিশিগানের মতো ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্যে, যেখানে সম্ভবত কয়েক হাজার ভোটের ব্যবধানে এই নির্বাচনের ফলাফল নির্ধারিত হবে, সেখানে বাংলাদেশি-আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।