বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
এবার ছেলেদের কাছে গোল চান সাইফুল বারী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
ভুটানে সাফ খেলে আসা দলটির সঙ্গে কম্বোডিয়াগামী দলটির অবশ্য কিছুটা পার্থক্য আছে। সাফের স্কোয়াডে থাকা তিনজন থাকছে না এবার। দলে জায়গা পেয়েছে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার আরহাম ইসলাম।
কোচ সাইফুল বারী বেশ আশাবাদী আরহামকে নিয়ে, ‘তার মধ্যে ভালো কিছু আছে বলেই সে দলে আছে। তবে অনুশীলনে ভালো করে দলে সুযোগ পাওয়া, আর এএফসি পর্যায়ের টুর্নামেন্টে মাঠে নেমে পারফর্ম করার মধ্যে পার্থক্য আছে। আমি আশাবাদী আরহামকে নিয়ে। এএফসি কাপ ওর জন্য নিজেকে চেনানোর বড় সুযোগ।’
এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভালো করার ব্যাপারে অবশ্য আশাবাদী কোচ সাইফুল বারী, ‘অনূর্ধ্ব-১৭ দল বলেই আশাবাদী আমি। এই পর্যায়ে যেকোনো কিছুর সম্ভাবনা থাকে। এই গ্রুপ থেকে আমাদের ভালো করার সুযোগ আছে। তবে গোল করতে হবে।’