এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা bdnewspost.com

- আপডেট সময় : ০৯:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন ২০২৫, বুধবার, বাংলা প্রথম পত্র দিয়ে। চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।
পরীক্ষা চলাকালীন নকলমুক্ত, শৃঙ্খল এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার্থীদের জন্য ১০টি বিশেষ নির্দেশনা দিয়েছে। প্রতিটি নির্দেশনা পরীক্ষার মান বজায় রাখতে এবং শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ নিশ্চিত করতেই দেওয়া হয়েছে। নিচে নির্দেশনা গুলো দেওয়া হলো।
নিচে গুরুত্বপূর্ণ সেই নির্দেশনাগুলো তুলে ধরা হলো:
এইচএসসি পরীক্ষার্থীদের ১০টি নির্দেশনা
১. সময়মতো কেন্দ্রে পৌঁছাতে হবে
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রথম দিন সকাল ৯টার মধ্যে উপস্থিত হয়ে আসন খুঁজে নিতে হবে।
২. ওএমআর শিটে সঠিকভাবে তথ্য পূরণ
রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে লিখে ও বৃত্ত ভরাট করতে হবে বলপয়েন্ট কলম দিয়ে।
৩. উত্তরপত্র ভাঁজ করা যাবে না
উত্তরপত্র বা ওএমআর শিট ভাঁজ করলে বাতিল হওয়ার ঝুঁকি আছে—তাই যেকোনো মূল্যে তা এড়াতে হবে।
৪. নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ব্যবহার
শুধুমাত্র সাধারণ সায়েন্টিফিক (নন-প্রোগ্রামেবল) ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, যেমন fx-991EX, fx-991CW, fx-82MS ইত্যাদি।
৫. কোন বিরতি নেই
বহুনির্বাচনি (MCQ) ও সৃজনশীল/রচনামূলক পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না। তাই প্রস্তুতি থাকতে হবে।
৬. মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ
পরীক্ষার সময় পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
৭. পৃথকভাবে পাস করতে হবে
MCQ, সৃজনশীল/তত্ত্বীয় এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে উত্তীর্ণ হতে হবে।
৮. শুধুমাত্র নির্ধারিত বিষয়ের পরীক্ষা
শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে।
৯. স্থানান্তরকৃত কেন্দ্রে পরীক্ষা
নিজ কলেজে পরীক্ষা হবে না। পরীক্ষার্থীকে অন্য প্রতিষ্ঠানে কেন্দ্রে পাঠানো হবে।
১০. উপস্থিতিপত্রে স্বাক্ষর বাধ্যতামূলক
প্রতিটি পরীক্ষার অংশে উপস্থিতিপত্রে স্বাক্ষর করতে হবে। ভুলে গেলে অনুপস্থিত হিসেবে বিবেচিত হতে পারে।
আমরা আমাদের এই পোস্টে এইচএসসি পরীক্ষা ২০২৫ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ১০টি নির্দেশনা তুলে ধরেছি। এইসকল নির্দেশনা প্রত্যেকটি শিক্ষার্থী বা পরীক্ষার্থীদের মানা একান্তই প্রয়োজন।
লেখাপড়াবিড.নেট থেকে এইচএসসি পরীক্ষার সর্বশেষ আপডেট পেতে সাথেই থাকুন।