উত্তরখান ও দক্ষিণখানে ডিসেম্বরের আগে দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না
- আপডেট সময় : ১১:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
দুই–তিন বছর ধরে ওই দুটি এলাকার প্রধান দুটি সড়কসহ বিভিন্ন অলিগলির রাস্তায় খোঁড়াখুঁড়ি ও কাটাকাটি করে নালা নির্মাণের কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ। একসঙ্গে বেশির ভাগ সড়কে উন্নয়নকাজ চলার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সর্বশেষ গত শুক্রবার সিটি করপোরেশনের প্রধান কার্যালয় গুলশানের নগর ভবন ঘেরাওয়ের হুঁশিয়ার দিয়ে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। এর পরিপ্রেক্ষিতে আজ সংস্থাটির প্রশাসক ওই এলাকা পরিদর্শনে যান।
প্রশাসক মাহমুদুল হাসান বলেন, আগামী নভেম্বরের মধ্যে দক্ষিণখান ও উত্তরখানের প্রধান দুটি সড়ক যান চলাচলের উপযোগী করে দেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যে পুরোপুরি সম্পন্ন হবে। এই এলাকায় স্থায়ীভাবে টেকসই উন্নয়নের জন্য কাজ চলমান রয়েছে। রাস্তা ও ড্রেনেজের কাজের জন্য জনগণের বেশি ভোগান্তি হয়েছে। এ বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসেও প্রবল বৃষ্টি হওয়ায় স্বাভাবিক গতিতে কাজ চালিয়ে নেওয়া সম্ভব হয়নি।
প্রশাসক বলেন, চলমান প্রকল্প বাস্তবায়িত হলে ডিএনসিসির পুরোনো উন্নত এলাকার এবং দক্ষিণখান ও উত্তরখান এলাকার নাগরিক সেবার কোনো পার্থক্য থাকবে না।