[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

ইলন মাস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা

প্রকাশিত হয়েছে- সেপ্টেম্বর ২১, ২০২৪

[ad_1]

টুইটার কেনার পর এ নিয়ে বিতর্ক শুরু হয়। একপর্যায়ে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি তদন্ত শুরু করে। ইলন মাস্ক নিয়ম মেনে টুইটারের শেয়ার কেনাকাটার তথ্য প্রকাশ করেছিলেন কি না এবং ক্রয়চুক্তির সঙ্গে সম্পর্কিত তাঁর বিবৃতিগুলো বিভ্রান্তিকর ছিল কি না, এসব বিষয় তদন্ত করছে এসইসি। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক এসইসির তদন্তের অংশ হিসেবে ইলন মাস্ককে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেন।

ইলন মাস্ক ঠিক কবে সাক্ষ্য দিতে পারবেন, এ নিয়ে কয়েকবার সময়সূচি পরিবর্তন করা হয়। পরে ১০ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের বিষয়ে সব পক্ষ রাজি হয়। সে অনুসারে এসইসির আইনজীবীরা রাজধানী থেকে উড়োজাহাজে উড়ে লস অ্যাঞ্জেলেসে যান।

কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার মাত্র তিন ঘণ্টা আগে মাস্কের আইনজীবী এসইসিকে জানান, তাঁর মক্কেল সাক্ষ্য দিতে পারবেন না। কারণ, স্পেসএক্সের পোলারিস ডন মিশনের জন্য মাস্ক জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল (ইস্ট কোস্ট) ভ্রমণে গেছেন। সে জন্য আইনজীবী সাক্ষ্য গ্রহণের তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব দেন।

[ad_2]