[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

ইমরান খানের বিচার কি সামরিক আদালতেই হবে

প্রকাশিত হয়েছে- সেপ্টেম্বর ১৩, ২০২৪

[ad_1]

সামরিক আদালতে কেউ যদি দোষী সাব্যস্ত হন, তাহলে তিনি সামরিক আদালতের আপিল বিভাগে ৪০ দিনের মধ্যে ওই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারেন। আপিল বিভাগের রায়েও সন্তুষ্ট না হলে বেসামরিক উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া যাবে।

পাকিস্তানে সাবেক কোনো প্রধানমন্ত্রীর কি সামরিক আদালতে বিচার হয়েছে

পাকিস্তান প্রতিষ্ঠান পর গত ৭৭ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীই পাঁচ বছরের মেয়াদ পূরণ করতে পারেননি। তাঁদের অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। অনেকে দোষী সাব্যস্ত হয়ে কারাগারেও গিয়েছেন। পাকিস্তানে সামরিক আদালতে বেসামরিক নাগরিকদের বিচারের ইতিহাস রয়েছে। তবে কোনো সাবেক প্রধানমন্ত্রীর এ আদালতে বিচার করা হয়নি।

ইমরান খানের বিচার সামরিক আদালত পর্যন্ত গড়াবে না বলে মনে করেন সাবেক সামরিক কর্মকর্তা ও আইনজীবী ইনাম–উল–রাহিম। তিনি বলেন, ‘আমি মনে করি না, ইমরান খানের মামলা সামরিক আদালত পর্যন্ত নিয়ে যাবে সরকার।’ এ ধারণার পক্ষে যুক্তি হিসেবে তিনি বলেন, ইমরান খান একজন রাজনৈতিক নেতা হওয়ায় সামরিক আদালতে তাঁর বিচারে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন হতে পারে।

[ad_2]