[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

আর্জেন্টিনার হারের পর ক্যামেরায় ‘থাপ্পড়’ মার্তিনেজের

প্রকাশিত হয়েছে- সেপ্টেম্বর ১১, ২০২৪

[ad_1]

হারতে অভ্যস্ত নয় আর্জেন্টিনা। সর্বশেষ তারা হেরেছিল গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে। এরপর অপরাজিত ছিল টানা ১২ ম্যাচে। এ সময়েই বিশ্ব চ্যাম্পিয়নরা ধরে রেখেছে কোপা আমেরিকা শিরোপাও।

সে কারণেই বোধ হয় কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হেরে নিজেকে সামলাতে পারলেন না আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচশেষে টেলিভিশন ক্যামেরায় ধাক্কা দিয়েই ঝাল মিটিয়েছেন অ্যাস্টন ভিলায় ক্লাব ফুটবল খেলা মার্তিনেজ।

[ad_2]