[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

আবদুল্লাহ ইবনে সালাম (রা.)যেভাবে মুসলমান হলেন

প্রকাশিত হয়েছে- অক্টোবর ৬, ২০২৪

[ad_1]

এ সম্পর্কে হজরত আনাস (রা.)–এর একটি বর্ণনা আছে। আবদুল্লাহ ইবনে সালাম (রা.) নবী (সা.)-এর কাছে এসে বললেন, আমি আপনাকে তিনটি প্রশ্ন করছি। এগুলোর ঠিক উত্তর নবী ছাড়া অন্য কেউ জানে না। প্রশ্নগুলো হলো: ১. কিয়ামতের সর্বপ্রথম আলামত কী? ২. জান্নাতবাসীদের সর্বপ্রথম কী খাবার দেওয়া হবে? ৩. কী কারণে সন্তান আকৃতিতে কখনো পিতার মতো, কখনো মায়ের মতো হয়?

নবীজি (সা.) বললেন, বিষয়গুলো সম্পর্কে এইমাত্র জিবরাইল (আ.) আমাকে জানিয়ে গেলেন। এর উত্তর হলো: ১. কিয়ামত কাছাকাছি হওয়ার সর্বপ্রথম আলামত লেলিহান আগুন, যা মানুষকে পূর্বদিক থেকে পশ্চিম দিকে ধাবিত করে নিয়ে যাবে এবং সবাইকে একত্র করবে। ২. সর্বপ্রথম খাদ্য যা জান্নাতবাসী খাবে তা হলো মাছের কলিজার বাড়তি অংশ। ৩. যদি নারীর আগে পুরুষের বীর্যপাত ঘটে, তবে সন্তান পিতার মতো হয়। কিন্তু আগে যদি নারীর হয়, তবে সন্তান মায়ের মতো হয়।

আবদুল্লাহ ইবনে সালাম (রা.) বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহর রাসুল। (বুখারি, হাদিস:৩৯৩৮)

[ad_2]