[ad_1]
আজ ১৮ এপ্রিল দৈনিক পূর্বাঞ্চলের মফস্বল ও সাহিত্য সম্পাদক, ইতিহাসবিদ, শিক্ষাবিদ, বাংলাদেশ বেতারের প্রথম শ্রেণীর গীতিকার, নাট্যকার ও অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনীর প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২৪ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। এ উপলক্ষ্যে খুলনা আলিয়া মাদ্রাসায় কোরআনে খতম ও নিজবাড়ীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনীর জন্ম ১৯৫১ সালের ১লা ডিসেম্বর মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামে।
অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০১ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় স্বর্ণ পদক অর্জন করেন। ১৯৮৬ সাল থেকে তিনি দৈনিক পূর্বাঞ্চলের মফস্বল ও সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত এই দায়িত্বে নিয়োজিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তার স্ত্রী, তিন পুত্র ও অসংখ্য আত্নীয় স্বজন রয়েছে। তার মেঝপুত্র আল জামাল মোস্তফা সিন্দাইনী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর প্রভোস্ট ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনীর রয়েছে বহু প্রকাশনী এবং একাধিক গ্রন্থের সম্পাদনা করেছেন। বিনষ্ট পৃথিবী তার প্রকাশিত অন্যতম গল্পগ্রন্থ। তিনি বাংলা একাডেমী বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা মাগুরা এর সংগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া বহু গ্রন্থের পান্ডুলিপিও রয়েছে অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনীর। তার লেখা অনেক নাটক বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত হয়েছে।
[ad_2]