[bangla_day], [english_date] | [bangla_date] | [hijri_date]
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

অভিষেকেই ব্রাজিলের ‘মেসিনিও’র কীর্তি, ছাড়িয়ে গেলেন রোনালদো–নেইমারকে

প্রকাশিত হয়েছে- সেপ্টেম্বর ৭, ২০২৪

[ad_1]

হ্যাঁ, এটা তো সত্যি যে মেসি হওয়া মোটেই সহজ নয়। এস্তেভাও নিজেই হয়তো অন্য কারও নামের ছায়ায় ঢাকা পড়তে চাইবেন না। নিজের নাম নিয়ে নিজ গুণেই জ্বলে উঠতে চাইবেন তিনি। আজ ম্যাচ শেষে এস্তেভাও বলেছেন, ‘জাতীয় দলের হয়ে অভিষেক হওয়ায় আমি খুবই আনন্দিত। এটা আমার শৈশবের স্বপ্ন ছিল, আমার পরিবারেরও। জয় দিয়ে আমার অভিষেক হওয়াটা গুরুত্বপূর্ণ। আমি আমাদের সেরাটা দিয়েছি এবং সামনেও আরও কঠিন পরিশ্রম করব।’

ব্রাজিলকে সঠিক পথে ফেরাতে এনদ্রিক–এস্তেভাওদের মতো তরুণদেরই এগিয়ে আসতে হবে। বেশ কিছু দিন নিজেদের ঐতিহ্য হারিয়ে ধুঁকছে ব্রাজিলের ফুটবল। এমনকি ব্রাজিলিয়ান ফুটবলের যে নান্দনিকতা, সেটাও হারিয়ে গেছে। এখন এনদ্রিক-এস্তেভারা সুদিন ফেরাতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।

[ad_2]