১৯তম নিবন্ধন সার্কুলার ২০২৫ । ntrca.teletalk.com.bd – ১ লাখ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি bdnewspost.com

- আপডেট সময় : ০৯:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৫ প্রকাশিত হয়েছে।আজ এনটিআরসিএ কর্তৃক ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হয়েছে। ১ লাখ ৮৮২টি পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১৯ তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উনিশ শিক্ষক নিবন্ধন (19 তম NTRCA) এর পরীক্ষা 2025 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA )এর অধীনে অনুষ্ঠিত হবে। শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি NTRCA এর অফিশিয়াল ওয়েবসাইট www.ntrca.gov.bd & www.ntrca.teletalk.com.bd তে প্রকাশ করা হয় । আজকে আমরা এনটিআরসিএ -এর ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে আলোচনা করব ।

কিভাবে ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করবেন ,আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি সহ সকল তথ্য আমরা আমাদের এই ওয়েবসাইটে তুলে ধরেছি। আপনারা আমাদের এই পোস্ট থেকে ১৯ তম শিক্ষক নিবন্ধন নিয়োগ সার্কুলার বিজ্ঞপ্তি 2025 সম্পুর্ন দেখতে পারবেন।
নিয়োগদাতা প্রতিষ্ঠান | বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA ) |
১৯ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৫ | বিস্তারিত দেখুন পোস্ট থেকে |
আবেদন শুরুর তারিখ | ২২ জুন ২০২৫ |
আবেদন করার শেষ তারিখ | ১০ জুলাই ২০২৫ |
মোট ক্যাটাগরি | |
ওয়েবসাইট | www.ntrca.gov.bd |
১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৫
শিক্ষক নিবন্ধন প্রশ্নব্যাংক পিডিএফ
গুরুত্বপূর্ণ তথ্য |
---|
*আবেদন শুরু : ২২ জুন ২০২৫ (বেলা ৪টা) আবেদন শেষ : ১০ জুলাই ২০২৫ (রাত ১২টা) আবেদন লিংক: ntrca.teletalk.com.bd |
স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি পদ, মাদরাসায় ৫৩ হাজার ৫০১ এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০ জনকে নিয়োগ দেওয়া হবে। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানে পছন্দ দিতে পারবেন।
19 তম NTRCA শিক্ষক নিবন্ধনের জন্য সরকারি ঠিকানা হল www.ntrca.gov.bd । এই ওয়েবসাইটে আপনি ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার এর সকল তথ্য পাবেন। 19 তম NTRCA শিক্ষক নিবন্ধন অনলাইন আবেদনের ঠিকানা হল । এখান থেকে আপনি অনলাইন আবেদন থেকে শুরু করে ১৯তম শিক্ষক নিবন্ধন এডমিট কার্ড ডাউনলোড সহ 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার রেজাল্ট দেখতে পারবেন ।
১৯তম শিক্ষক নিবন্ধনের আবেদন পদ্ধতি
প্রার্থীকে এই ঠিকানা থেকে আবেদন করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রার্থীর যোগ্যতা অনুযায়ী পদ নির্বাচন করতে হবে।শিক্ষাগত যােগ্যতার ক্ষেত্রে পরীক্ষায় অবতীর্ণ (Seemed) কোন প্রার্থীর আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না
তারপর প্রার্থীকে আবেদন ফর্ম পূরণ করেতে হবে।
আবেদন করার পর প্রার্থীকে 72 ঘন্টার মধ্যে টাকা পরিশোধ করতে হবে । আবেদনকারীকে Applicant’s Replica তে প্রদত্ত Person ID ব্যবহার করে এসএমএস প্রদান করতে হবে । এসএমএসের মাধ্যমে ফি প্রদানের প্রক্রিয়াটি নিচে দেওয়া হল।
প্রথম SMS: NTRCA
দ্বিতীয় SMS: NTRCA
উপসংহার: প্রিয় ভিজিটর, আজকের এই পোস্টে আমরা ১৯ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৫ তুলে ধরেছি। উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার অনুযায়ী প্রার্থীরা কিভাবে অনলাইনে আবেদন করবে এবং আবেদন করার সময়সীমা সহ বিভিন্নপদ গুলো আমাদের এই আর্টিকেলে তুলে ধরেছি। এছাড়াও আমরা আমাদের এই পোস্টে ১৯ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার pdf ফাইল তুলে ধরেছি।