স্ত্রী–সন্তানকে নিয়ে ১৫ দিন সাগরপারে খোলা আকাশের নিচে ছিলাম: লেবাননফেরত হোসাইন
- আপডেট সময় : ১১:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
লিপি আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমাদের যখন বিমানে ওঠানো হলো, তখনো বোমা ফেলার শব্দ পেয়েছি। বিমান কেঁপে উঠেছে। বিমান ওড়ার আগেও আরেকটি বোমা ফেলা হয়েছে।’
মা–ছেলে ফিরলেও সেখানে তাঁর স্বামী ও ননাসের পরিবার রয়ে গেছে। তাঁরা না ফেরা পর্যন্ত দুশ্চিন্তা থেকেই যাচ্ছে লিপির।
এদিকে একেবারে খালি হাতে দেশে ফিরে মন খারাপের কথা জানালেন মুন্সিগঞ্জের ছেলে মোহাম্মদ রাজন। তিনি বলেন, ‘১০ বছর সেখানে ছিলাম। একেবারে খালি হাতে এসেছি। কখনো চিন্তা করিনি খালি হাতে আসব। সরকারের কাছে চাওয়া, আমাদের এখানে কাজের ব্যবস্থা করে দিক, নয়তো অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হোক।’
বিমানবন্দরে লেবাননফেরত বাংলাদেশিদের অভ্যর্থনা জানাতে চাওয়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, লেবানন থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে সব রকমের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। সেখান থেকে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনতে যত টাকা প্রয়োজন, এ সরকার তা খরচ করবে। যতজন ফিরতে চায়, তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।