ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি/নোটিশ ::
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে... আগ্রহীরা সিভি মেইল করুন:  career@bdnewspost.com  ||   সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে... আগ্রহীরা সিভি মেইল করুন:  career@bdnewspost.com  ||   সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে... আগ্রহীরা সিভি মেইল করুন:  career@bdnewspost.com  ||   সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে... আগ্রহীরা সিভি মেইল করুন:  career@bdnewspost.com  ||   সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে... আগ্রহীরা সিভি মেইল করুন:  career@bdnewspost.com  ||   সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে... আগ্রহীরা সিভি মেইল করুন:  career@bdnewspost.com  ||   সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে... আগ্রহীরা সিভি মেইল করুন:  career@bdnewspost.com  ||   সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে... আগ্রহীরা সিভি মেইল করুন:  career@bdnewspost.com  ||
সদ্য প্রাপ্ত খবর ::
শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি SHCPSC Activity Round 2024 bdnewspost.com কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি CPH Task Round 2024 bdnewspost.com চট্রগ্রাম মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি CMC Task round 2024 bdnewspost.com বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ Barisal Div process round 2024 bdnewspost.com কেমব্রিজ ইন্টারন্যাশনাল পরীক্ষায় অসামান্য ফলাফলের জন্য ৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীর ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ অর্জন bdnewspost.com ৫ম শ্রেণিতেই ছাত্রীদের ধর্ষণ করতেন কয়রার শিক্ষক হুমায়ুন কবির bdnewspost.com বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি Supremecourt Process Round 2024 bdnewspost.com বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়োগ BJWT Task Round 2024 bdnewspost.com আরকাইভস ও গ্রন্থগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি NANL Task Round 2024 bdnewspost.com Dhaka wasa process round 2024 ওয়াসা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি bdnewspost.com

সুন্দরবনে দস্যুতায় কারাগার ভেঙে পালানো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ২৮ বার পড়া হয়েছে


সাতক্ষীরা: গত ৫ আগস্ট সাতক্ষীরা কারাগারের অস্ত্র লুট করে পালানো আসামিদের একটি দল সুন্দরবনে দস্যুতায় লিপ্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দস্যুদের এই দলটিকে নেতৃত্ব দিচ্ছে জেল পালানো আসামি আব্দুল্লাহ তরফদার (৪২)।

এতে উপকূলজুড়ে বনজীবীদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে শফিকুল গাজী নামে এক জেলেকে অপহরণ করে দেড় লাখ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।  

বাহিনী প্রধান আব্দুল্লাহ তরফদার সাতক্ষীরা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের আকবর তরফদারের ছেলে।  

জানা গেছে, আব্দুল্লাহ তরফদার নারী পাচার মামলায় সাতক্ষীরা কারাগারে বন্দি ছিলেন। গত ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে অস্ত্র লুট করে পালিয়ে শ্যামনগরের কৈখালী ইউনিয়নের পারাণপুর গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন তিনি। ৬ আগস্ট রাতে আব্দুল্লাহ টেংরাখালি গ্রামের জহির গাজীর ছেলে আলীম গাজী ও রাজ্জাক গাজী ও একই গ্রামের পাগলা সুলতানের ছেলে সফিকুল ইসলামের সহযোগিতায় মিরগাং মোড় দিয়ে সুন্দরবনে প্রবেশ করেন।

সুন্দরবনে গিয়ে দস্যুতায় নামা আব্দুল্লাহর বাহিনীতে যোগ দিয়েছে ১০ থেকে ১২ জনের একটি দল। যাদের অধিকাংশই কারাগার থেকে পালিয়ে আসা।

সূত্র মতে, এসব দস্যুর বাড়ি সাতক্ষীরা ও কালিগঞ্জের মৌতলায়।  

নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলে জানান, ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল সুন্দরবনের দাড়গাং, আঠারোবেকী, কাচিকাটা, রায়মঙ্গল, কচুখালী ও মাওন্দো নদীতে অবস্থান করছে। তারা জেলেদের নৌকায় যা পাচ্ছে তুলে নিচ্ছে। পুনরায় বনে প্রবেশ করলে মোটা অংকের টাকা নিয়ে প্রবেশ করতে বলছে।

একাধিক জেলে আব্দুল্লাহ তরফদারের নেতৃত্বে সুন্দরবনে আবার বনদস্যুরা সক্রিয় হয়েছে বলে নিশ্চিত করেছেন। তারা জানান, তারা আব্দুল্লাহ তরফদারসহ অনেককেই চিনতে পেরেছেন।

এদিকে, আব্দুল্লাহ তরফদারকে দস্যুতায় সহযোগিতার বিষয়ে জানতে চাওয়া হলে টেংরাখালি গ্রামের জহির গাজীর ছেলে আলীম গাজী অস্বীকার করে বলেন, আমি গতকাল বন থেকে বাড়ি আইছি। এসে শুনলাম যে বনে ডাকাত নামিছে। আমার ভাই রাজ্জাক ও আমাকে ফাঁসানোর জন্য একটিপক্ষ মিথ্যে কচ্ছে।  

একইভাবে সফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মা রাবেয়া বেগম ফোন রিসিভ করে জানান, সফিকুল আর রাজ্জাক বনে আছে।

ছেলেদের দস্যুতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলেকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথী বলেন, আব্দুল্লাহ তরফদারসহ জেল থেকে পালানো ৭-৮ জন এখনো আত্মসমর্পণ করেনি। তাদের গ্রেপ্তারে প্রশাসন অভিযান শুরু করেছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, শোনা যাচ্ছে সুন্দরবনে বনদস্যু নেমেছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
এমজে




নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুন্দরবনে দস্যুতায় কারাগার ভেঙে পালানো

আপডেট সময় : ০৫:০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪


সাতক্ষীরা: গত ৫ আগস্ট সাতক্ষীরা কারাগারের অস্ত্র লুট করে পালানো আসামিদের একটি দল সুন্দরবনে দস্যুতায় লিপ্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দস্যুদের এই দলটিকে নেতৃত্ব দিচ্ছে জেল পালানো আসামি আব্দুল্লাহ তরফদার (৪২)।

এতে উপকূলজুড়ে বনজীবীদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে শফিকুল গাজী নামে এক জেলেকে অপহরণ করে দেড় লাখ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।  

বাহিনী প্রধান আব্দুল্লাহ তরফদার সাতক্ষীরা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের আকবর তরফদারের ছেলে।  

জানা গেছে, আব্দুল্লাহ তরফদার নারী পাচার মামলায় সাতক্ষীরা কারাগারে বন্দি ছিলেন। গত ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে অস্ত্র লুট করে পালিয়ে শ্যামনগরের কৈখালী ইউনিয়নের পারাণপুর গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন তিনি। ৬ আগস্ট রাতে আব্দুল্লাহ টেংরাখালি গ্রামের জহির গাজীর ছেলে আলীম গাজী ও রাজ্জাক গাজী ও একই গ্রামের পাগলা সুলতানের ছেলে সফিকুল ইসলামের সহযোগিতায় মিরগাং মোড় দিয়ে সুন্দরবনে প্রবেশ করেন।

সুন্দরবনে গিয়ে দস্যুতায় নামা আব্দুল্লাহর বাহিনীতে যোগ দিয়েছে ১০ থেকে ১২ জনের একটি দল। যাদের অধিকাংশই কারাগার থেকে পালিয়ে আসা।

সূত্র মতে, এসব দস্যুর বাড়ি সাতক্ষীরা ও কালিগঞ্জের মৌতলায়।  

নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলে জানান, ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল সুন্দরবনের দাড়গাং, আঠারোবেকী, কাচিকাটা, রায়মঙ্গল, কচুখালী ও মাওন্দো নদীতে অবস্থান করছে। তারা জেলেদের নৌকায় যা পাচ্ছে তুলে নিচ্ছে। পুনরায় বনে প্রবেশ করলে মোটা অংকের টাকা নিয়ে প্রবেশ করতে বলছে।

একাধিক জেলে আব্দুল্লাহ তরফদারের নেতৃত্বে সুন্দরবনে আবার বনদস্যুরা সক্রিয় হয়েছে বলে নিশ্চিত করেছেন। তারা জানান, তারা আব্দুল্লাহ তরফদারসহ অনেককেই চিনতে পেরেছেন।

এদিকে, আব্দুল্লাহ তরফদারকে দস্যুতায় সহযোগিতার বিষয়ে জানতে চাওয়া হলে টেংরাখালি গ্রামের জহির গাজীর ছেলে আলীম গাজী অস্বীকার করে বলেন, আমি গতকাল বন থেকে বাড়ি আইছি। এসে শুনলাম যে বনে ডাকাত নামিছে। আমার ভাই রাজ্জাক ও আমাকে ফাঁসানোর জন্য একটিপক্ষ মিথ্যে কচ্ছে।  

একইভাবে সফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মা রাবেয়া বেগম ফোন রিসিভ করে জানান, সফিকুল আর রাজ্জাক বনে আছে।

ছেলেদের দস্যুতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলেকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথী বলেন, আব্দুল্লাহ তরফদারসহ জেল থেকে পালানো ৭-৮ জন এখনো আত্মসমর্পণ করেনি। তাদের গ্রেপ্তারে প্রশাসন অভিযান শুরু করেছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, শোনা যাচ্ছে সুন্দরবনে বনদস্যু নেমেছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
এমজে