সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ আগস্ট ২০২৪
- আপডেট সময় : ০৯:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বাংলাদেশ থেকে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেননি: আসামের মুখ্যমন্ত্রী
বাংলাদেশে ছাত্র আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতনের পর একজন হিন্দুও সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেননি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এমন তথ্য জানিয়েছেন। তবে হিন্দুরা না এলেও মুসলিম অনুপ্রবেশকারীরা বারবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি।
আর জি কর কাণ্ড, মঙ্গলবার পশ্চিমবঙ্গের সচিবালয় ঘেরাও কর্মসূচির ডাক শিক্ষার্থীদের
কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই মঙ্গলবারের (২৭ আগস্ট) ‘নবান্নে চল’ কর্মসূচির সমর্থনে রাজ্যের বিভিন্ন সংগঠনের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ শামিল হতে পারে মনে করছেন স্থানীয় রাজনীতি বিশ্লেষকেরা। ছাত্র সমাজের পক্ষ থেকে সাধারণ নাগরিক, রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ছাড়াও যত অরাজনৈতিক সব সংগঠনকে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
ইসরায়েলে প্রায় সাড়ে ৩০০ রকেট ছুড়েছে হিজবুল্লাহ
ইসরায়েলে প্রায় সাড়ে ৩০০ রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের গভীরে সামরিক ঘাঁটিতে এসব ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। পরিকল্পনা মাফিক ড্রোনগুলো নির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছে বলে জানানো হয়। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, মেরন ঘাঁটি এবং অধিকৃত গোলান মালভূমির চারটি স্থানসহ ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাকে ৩২০টিরও বেশি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে।
কলকাতায় চিকিৎসক ধর্ষণ-খুন, ফাঁসি হলেও সঞ্জয়ের মরদেহ নেবে না পরিবার
কলকাতায় আর জি কর মেডিক্যাল কলেজে শিক্ষানবিশ চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় গ্রেফতার হওয়ার পর থেকেই বিপর্যস্ত হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। অভিযুক্তের বৃদ্ধ মা আগে থেকেই ছেলের এমন কুকীর্তির কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেছেন।
ইসরায়েলের সঙ্গে ফ্লাইট চলাচল বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইন্স
ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনার কারণে ইসরায়েলের সঙ্গে ফ্লাইট চলাচল বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইন্স। ইসরায়েলের হারেৎজ সংবাদমাধ্যম জানিয়েছে, এয়ার ফ্রান্স, ইতিহাদ এয়ারওয়েজ এবং আজিয়ান এয়ারলাইন্স ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে।
নারীদের মুখ ঢাকা-পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক করলো তালেবান
আফগানিস্তানে নারীদের জন্য মুখ ঢাকা ও পুরুষদের জন্য দাড়ি রাখা বাধ্যতামূলক করেছে তালেবান সরকার। গত সপ্তাহে নীতিনৈতিকতা-বিষয়ক একগুচ্ছ নিয়মকানুনকে আইন হিসেবে কার্যকর করা শুরু করেছেন তারা। আর চলতি সপ্তাহে আফগানিস্তানে ৩৫টি নৈতিকতার আইন আনুষ্ঠানিকভাবে কার্যকরের ঘোষণা দেয় তালেবান সরকার।
সৌদি আরবের মরুভূমিতে পথ হারিয়ে ভারতীয় যুবকের করুণ মৃত্যু
মরুভূমির মধ্যে এগিয়ে যাওয়ার একমাত্র ভরসা ছিল জিপিএস ট্র্যাকার। কিন্তু সিগন্যাল খারাপ হয়ে মরুভূমির মধ্যেই মৃত্যু হলো ভারতীয় এক যুবকের। সঙ্গে ছিলেন তার এক সহকর্মী। তাদের দুজনের মরদেহই উদ্ধার করা হয়েছে। পানিশূন্যতা ও ক্লান্তির কারণে তারা মারা গেছেন বলে মনে করা হচ্ছে।
১৬ বছর ধরে ঢাকায় বসবাস, বাংলাদেশকে ‘বাড়ির মতোই লাগে’, বলছে ভারতীয় পরিবারটি
১৬ বছর ধরে সপরিবারে বাংলাদেশে বসবাস করছেন ভারতীয় নাগরিক মীরা মেনন। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তার মা বারবার তাদের ভারতে ফিরে যেতে বলছেন। তবে ঢাকাকে নিজের বাড়ির মতো মনে করে মীরার মেয়ে। তাই এই দেশ ছেড়ে চলে যাওয়া তাদের জন্য সহজ নয়।
এমপক্সের উচ্চ ঝুঁকিতে অভিবাসী, শরণার্থী ও বাস্তুচ্যুতরা
অভিবাসনকেন্দ্রগুলোতে এমপক্স সংক্রমণ প্রতিরোধের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। আফ্রিকার পূর্ব ও দক্ষিণাঞ্চলে এই রোগে শিকারদের সহায়তায় ১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার চেয়েছে জাতিসংঘের সংস্থাটি।
এসএএইচ/জিকেএস