শৃঙ্খলার মধ্যে থাকুন, চাঁদাবাজির মধ্যে যাওয়া যাবে না: নজরুল ইসলাম খান
- আপডেট সময় : ১০:১৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
চলমান পরিস্থিতিতে দলীয় নেতা–কর্মীদের শৃঙ্খলার মধ্যে থাকতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘কোনো রকমের চাঁদাবাজি, দখল, নিপীড়ন, অত্যাচারের মধ্যে যাওয়া যাবে না। গেলে কী হয়, সেটা তো দেখলাম আমরা। সবাই সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করুন, সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করুন।’
আজ শুক্রবার বিকেল চারটায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে এক সভায় তিনি এসব কথা বলেন। গ্রামের বাসিন্দা সাদিকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাঁর পরিবারকে একটি কাপড়ের দোকান করে দিয়েছে বিএনপি।
নজরুল ইসলাম খান বলেন, ‘যাঁরা শহীদ হয়েছেন, আহত আছেন, তাঁদের পাশে দাঁড়ান। কিন্তু কোনো রকমের চাঁদাবাজি, দখলদারি, অত্যাচার-নিপীড়নের কাজে যুক্ত হবেন না। যাঁরা দলের হুকুম ও সিদ্ধান্ত মানবেন না, তাঁরা দলের লোক নন।’