রিপাবলিকান ডিক চেনি ও তাঁর মেয়ের প্রশংসায় কমলা
- আপডেট সময় : ১২:২২:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডিক চেনি ও তাঁর মেয়ে লিজ চেনির সমর্থন পেয়ে উচ্ছ্বসিত ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এই সমর্থন সাহসী। এ জন্য সাহসী যে তাঁরা দলের চেয়ে দেশকে প্রাধান্য দিয়েছেন।’
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নয়; বরং কমলাকে ভোট দেওয়া ঘোষণা দিয়েছেন ডিক চেনি ও তাঁর মেয়ে লিজ চেনি।
ট্রাম্পকে ‘হুমকি’ হিসেবে অভিহিত করেছেন ডিক চেনি। অন্যদিকে তাঁর মেয়ে লিজ চেনি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থীকে ‘বিপজ্জনক’ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন।
এ নিয়ে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গে কমলা বলেন, ‘আমি তাঁদের (ডিক চেনি ও লিজ চেনি) সমর্থন পেয়ে খুবই সম্মানিত বোধ করছি।’
কমলা আরও বলেন, ‘বাবা-মেয়ে একটি সাহসী বিবৃতি দিয়েছেন।’
কমলা বর্তমানে পিটসবার্গে আছেন। তিনি প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নিতে জোর প্রস্তুতি নিচ্ছেন। ১০ সেপ্টেম্বর তাঁরা প্রথমবার টেলিভিশনে নির্বাচনী বিতর্কে মুখোমুখি হবেন। এই বিতর্কে নিজের অবস্থান জোরালো করতে চান কমলা।
ডিক চেনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন।
গত শুক্রবার ডিক চেনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে দেশের জন্য ট্রাম্পের চেয়ে বড় হুমকি আর কেউ কখনো আসেনি।’
এর আগে গত বুধবার ডিক চেনির মেয়ে সাবেক আইনপ্রণেতা লিজ চেনি বলেন, তিনি কমলাকে ভোট দেবেন। কারণ, ট্রাম্প বিপজ্জনক।
কমলাকে ডিক চেনি সমর্থন দেওয়ার পর ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ও তাঁর মেয়েকে অপ্রাসঙ্গিক রিপাবলিকান হিসেবে অভিহিত করেছেন।
ইরাক যুদ্ধে ডিক চেনির ভূমিকার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেছেন, তিনি অন্তহীন, অর্থহীন যুদ্ধের রাজা।
আরও পড়ুন
ট্রাম্পকে নয়, কমলাকে ভোট দেওয়ার ঘোষণা রিপাবলিকান ডিক চেনির
কমলার তহবিলে ৪০ কোটি ডলার, আরও পিছিয়ে ট্রাম্প