রাষ্ট্রপতি প্রশ্নে চাতুরী না করার আহ্বান

- আপডেট সময় : ০১:৪৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে

এরই পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি। এতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজকে (গতকাল) প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক ছিল। সেখানে তারা হাসিনার ফ্যাসিস্ট রেজিমের অংশগুলো এখনো রাখা বা বাস্তবায়নের পক্ষে কাজ করে যাচ্ছে।’ তিনি বলেন, বিএনপি বলছে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট সৃষ্টি হবে। বিরাজমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মতো দল ছাড়া প্রাসঙ্গিক দলগুলোর প্রতি আমরা জাতীয় ঐক্যের ডাক দিচ্ছি।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘চুপ্পু (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ডাকনাম) বলেছেন, তিনি রাজপথে ছাত্রলীগের প্রোগ্রাম দিয়ে উঠে এসেছেন, উনি ভেসে আসেন নাই। গণ-অভ্যুত্থানের হাজারো শহীদের জীবনের ওপর শপথ করে আমরা বলছি, আমরাও ভেসে আসি নাই; ফ্যাসিস্ট রেজিমের কোনো অংশ আমরা বাংলাদেশে বিরাজমান দেখতে চাই না। এই ফয়সালা রাজনৈতিকভাবে করতে হবে।’
রাজনৈতিক দলগুলোর প্রতি নাসীরুদ্দীন বলেন, ‘দেশবাসীর কাছে আমাদের আহ্বান, কোনো রাজনৈতিক দল যদি ফ্যাসিস্ট রেজিমের অংশ চুপ্পুকে সরানোর আন্দোলনে না আসে, আমরা তাদের ত্যাগ করে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা চাই না, বাহাত্তরের পচা-গলা বাকশালি সংবিধান দেশে বিরাজমান থাকুক। আমাদের সব সংকটের মূলে বাহাত্তরের এই সংবিধান।’