‘মুরুব্বি, মুরুব্বি’ বলায় কিশোরীকে ঝলসে দেওয়া নারী গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৪২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলে মশকরা করায় গরম পানি দিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ঝলসে দেওয়া সায়রা খাতুন (৬০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে আনোয়ারা থানার বটতলী ইউনিয়নের ওই নারীর বাবার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভিকটিমের মামা মো. আজিজ বলেন, ‘‘ছোট বেলায় পপির বাবা মহি উদ্দীন ও মা বেবী আকতার মারা যান। এর পর থেকে সে আমাদের বাড়িতে থাকে। আমার ভাগনি পপি বুধবার সন্ধ্যার আগে বাড়ির উঠানে কয়েকজন শিশু নিয়ে খেলছিল। এমন সময় আমার চাচাতো চাচি সায়রা খাতুনকে ‘মুরব্বি মুরব্বি’ বলে দুষ্টুমি করেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার ভাগনিকে গরম পানি ঢেলে দেন। গরম পানিতে তার মাথা থেকে শরীর ঝলসে যায়। এসময় তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গরম পানি দিয়ে দিয়ে কিশোরীকে ঝলসে দেওয়ার ঘটনায় আহত পপির নানা আমির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সোমবার সকালে ঘটনায় জড়িত বৃদ্ধাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ওই মামলায় আদালতে পাঠানো হয়।
এমডিআইএইচ/এমএএইচ/