বিজ্ঞপ্তি/নোটিশ ::
সদ্য প্রাপ্ত খবর ::
মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

মস্কোর মেয়র আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার বোগোমাজ টেলিগ্রামে বলেন, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তে ড্রোন হামলার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।
রুশ বার্তা সংস্থা আরআইএর প্রতিবেদনে বলা হয়, তুলা অঞ্চলে দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। মস্কো অঞ্চলের পাশেই এটির অবস্থান।
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের রোস্তভ অঞ্চলের গভর্নর ভাসিলি গোলাবেভ বলেন, তাঁর এলাকাকে লক্ষ্যবস্তু করে ইউক্রেনের পাঠানো একটি ড্রোন ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।