ভুল ধরিয়ে দিতে গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান
- আপডেট সময় : ০৩:৩৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
মাহ্ফুজ আনাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কত দিন থাকবে, এটা নিয়ে অনেকেই মতামত দিয়েছেন বিভিন্ন সময়। কিন্তু মূল কথা যেটা আসছে, সেটা হলো এই সরকারের এজেন্ডা কী? সেই অনুপাতে সময়। কোনো কোনো রাজনৈতিক দল বলেছে যৌক্তিক সময়, এগুলো তো অস্পষ্ট। প্রধান উপদেষ্টার ইচ্ছা, গণমাধ্যমে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে তাঁকে একটি ধারণা দেওয়া হোক যে জাতি কী চায়, কত বছর হতে পারে দুই-তিন-পাঁচ বছর? এটা নিয়ে তাঁর নিজস্ব কোনো চিন্তা নেই, তিনি জনতার চিন্তা জানতে চান। সে ব্যাপারে তিনি গণমাধ্যমকে আহ্বান করেছেন, গণমাধ্যম যেন জনগণের কথা লেখে এবং তাঁকে জানানো হয়।
এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল, এই সরকার যেন যৌক্তিক সময় পর্যন্ত থাকে। সম্পাদকদের কাছে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছিলেন, এই যৌক্তিক সময়টি কত দিন হতে পারে। সম্পাদকেরা বলেছেন, প্রধান উপদেষ্টার কাজই নির্ধারণ করবে কত দিন থাকবেন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সম্পাদকদের কেউ কেউ দু-তিন বছরের কথা বলেছেন। কেউ কেউ দুই বছরের কথা বলেছেন। আসলে এটি কাজের ওপর নির্ভর করবে। সবাই বলেছেন, সংস্কারগুলো করা উচিত, যাতে দেশের প্রতিষ্ঠানগুলো শক্ত হয়।
অবশ্য বৈঠক সূত্রে জানা গেছে, উপস্থিত বেশির ভাগ সম্পাদক সরকারের মেয়াদ নিয়ে কিছু বলেননি। মেয়াদের বিষয়টি কেউ কেউ বলেছেন।