পালমারের রেকর্ড, ১২ গোলের রাতে জয় আর্সেনাল-চেলসির
- আপডেট সময় : ১০:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে আর্সেনাল। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে চলে এসেছে গানাররা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।
আজ শনিবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের হয়ে প্রথম গোল করেন গাব্রিয়েল মার্টিনেলি। জুরেইন টিম্বারের অ্যাসিস্টে গোল করেন ব্রাজিলিয়ান তারকা। এরপর জোড়া গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড (৪৫+১ ও ৯৪ মিনিটে)।
লেস্টারের জালে সর্বশেষ বল জমা করেন কাই হ্যাভেরটজ, ৯৯ মিনিটে। অর্থাৎ শেষ ৫ মিনিটে দু্টি গোল করে আর্সেনাল।
অন্যদিকে লেস্টার সিটি হয়ে দুটি গোল করেন জেমস জাস্টিন, ৪৭ ও ৬৩ মিনিটে। এতে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় আর্সেনালের।
একই রাতের অন্য ম্যাচে ব্রাইটনকে ৪-২ ব্যবধানে হারায় চেলসি। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্য ব্লুজরা উঠে আসে টেবিলের তৃতীয় স্থানে।
ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে চেলসির হয়ে ৪টি গোলই করেন কোল পালমার। মাত্র ২০ মিনিটের মধ্যে এই ৪ গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। ম্যাচের ২১ মিনিটে প্রথম গোল করেন তিনি।
এরপর ২৮ মিনিটে পেনাল্টিতে দ্বিতীয় গোল করেন পালমার। বাকি ২ গোল করেন ৩১ ও ৪১ মিনিটে। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে প্রথমার্ধে ৪ গোল করলেন পালমার।
এই ম্যাচে গোল উৎসবের শুরুটা করেছিল ব্রাইটন। ৭ মিনিটে জর্জিনিও রটারেরে গোলে ১-০ তে এগিয়ে গিয়েছিল অতিথিরা। এরপর ৩১ মিনিটের মধ্যে ৩-১ গোলে পিছিয়ে পড়ে তারা।
৩৪ মিনিটে কার্লোস বালেবার গোলে ব্যবধান কমিয়ে ৩-২ করে ব্রাইটন। এরপর ৪১ মিনিটে চেলসির গোলে ৪-২ ব্যবধানে পিছিয়ে পড়ে অতিথিরা। শেষ পর্যন্ত ৪-২ গোলে জয় নিশ্চিত করে চেলসি।
এমএইচ/