পানি লাগলেই শরীর চুলকায়, জ্বর আর ডায়রিয়া ঘরে ঘরে
- আপডেট সময় : ০২:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
টেনেটুনে সংসার চলান পেয়ারা বেগম। স্বামী ভারসাম্যহীন রোগী। বন্যার পানির সঙ্গে থাকতে থাকতে পায়ে ঘা হয়েছে তাঁর। ১০ দিন ধরে জ্বর। কাশি তো লেগেই আছে। হাঁটাচলা দূরের কথা, এখন ঠিকমতো দাঁড়াতেই পারছেন না চল্লিশ ছুঁই ছুঁই এ নারী। বাধ্য হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন গত সোমবার। হাসপাতালের মেঝেতে বিছানা করে চিকিৎসা নিচ্ছেন।
পেয়ারা বেগমের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলা টুমচর গ্রামে। তিনি জানান, দুই সপ্তাহ ধরে বাড়িতে কোমরপানি ছিল। এখনো পানি আছে, তবে অল্প। স্বামী, দুই সন্তান নিয়ে সংসার। বাড়ির চারপাশে থই থই করছে। পানিতে হাঁটাচলার কারণেই তিনি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হন।
শুধু পেয়ারা বেগম নন, লক্ষ্মীপুরের বন্যাকবলিত পাঁচটি উপজেলার হাজার হাজার পরিবার জ্বর, ডায়রিয়া, চর্মসহ পানিবাহিত রোগে আক্রান্ত। গতকাল মঙ্গলবার জ্বর ও ডায়রিয়া আক্রান্ত রোগীদের ভিড় দেখা গেছে লক্ষ্মীপুর হাসপাতালে। ১০০ শয্যার হাসপাতালটিতে ডায়রিয়া ওয়ার্ডে মোট শয্যা ১০টি। অথচ সন্ধ্যা পর্যন্ত ডায়রিয়ার রোগী ভর্তি ছিল ১০৫ জন। এর মধ্যে শিশু ৭৬ ও নারী ১৯ জন।
সরেজমিনে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডে গাদাগাদি করে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। শয্যা না পেয়ে রোগীদের জন্য মেঝেতে বিছানা পাতা হয়েছে। হাসপাতালে তথ্যমতে, এক সপ্তাহ ধরে ডায়রিয়া, জ্বর ও পানিবাহিত রোগে সদর হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। এই সময়ের মধ্যে বহির্বিভাগ ও ভর্তি মিলিয়ে প্রায় এক হাজার রোগী চিকিৎসা নিয়েছেন।