পররাষ্ট্রসচিব হতে যাচ্ছেন জসীম উদ্দিন

- আপডেট সময় : ১২:২০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রশাসনে ব্যাপক রদবদল ঘটছে। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদেও পরিবর্তন আসা স্বাভাবিক। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় যাঁরা পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে বিবেচনায় ছিলেন, তাঁদের কেউ যে হচ্ছেন না, সেটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়।
একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকার চুক্তিতে থাকা ছয় রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ডিসেম্বরে অবসরে যাবেন, এমন কূটনীতিকদের চুক্তিতে না রাখার সিদ্ধান্তও নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বেইজিং থেকে ঢাকায় পররাষ্ট্র ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিনকে ফেরানোর সিদ্ধান্তটি তাৎপর্যপূর্ণ। চীনের আগে কাতার ও গ্রিসেও রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী জসীম উদ্দিনের অবসরে যাওয়ার কথা ২০২৬ সালের ডিসেম্বরে। কূটনীতিক হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও পাকিস্তানে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদেও কাজ করেছেন।