নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে ও পুলিশের গুলিতে নিহত শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রদর্শনী শুরু হয়।
এদিকে প্রদর্শনীকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ভিড় করেন। সবাই উৎসাহ নিয়ে এক মাস আগের আন্দোলনের স্মৃতিচারণ করেন।
প্রদর্শনীতে আসা আরশিয়া নামে এক ছাত্রী বলেন, আমাদের সেই দিনগুলো ছিল খুবই ভয়াবহ। আজ যদি এ স্বৈরাচার খুনিদের আমরা সরাতে না পারতাম হয়তো এ নারায়ণগঞ্জ আমাদের জন্য মৃত্যুপুরি হয়ে যেত। এ শহরের বুকে আমাদের ওপর আঘাত করা হয়েছিল। আমরা যারা বেঁচে আছি তারা এ পরিবারগুলোর জন্য হয়তো শোক প্রকাশ করতে পারি। কিন্তু আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার জানে তারা কী হারিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৪
এমআরপি/আরবি