ধর্মীয় আনুষ্ঠানিকতায় উদ্যাপিত মহাসপ্তমী | প্রথম আলো
- আপডেট সময় : ০৪:৩৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
এ দেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেনি, এটা আমি বলব না। সব সময় বলে আসছি, যারা উপাসনালয়ে হামলা চালায়, যারা অন্যান্য ধর্মের বাড়ি নষ্ট করে দেয়, অনেক সময় এগুলো রাজনৈতিক কারণে হয়। ক্ষমতার যখন পালাবদল ঘটে, তখন এক দল অপর দলের ঘরে হামলা চালায়। এটা চালানো উচিত নয়।’
অনেক সময় ভুল-বোঝাবুঝি ও গুজব তৈরির মাধ্যমে পারস্পরিক সম্পর্ক নষ্ট করা হয় জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আপনারা নিজ নিজ ধর্ম পালন, ধর্মীয় অনুশীলন চর্চা করবেন। কোনো আশঙ্কা করলে নিয়ন্ত্রণকেন্দ্রে, স্থানীয় থানায় জানাবেন। সে যে দলের হোক, যে মতের হোক, আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির বিধান করা হবে।’ অতীতেও যারা উপাসনালয়ে হামলা করেছে, ওই অপরাধীদের ধরে এনে বিচার করতে হবে বলেও জানান তিনি।
হৃদয়কে বড় করার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমি মুসলমানের যেমন ধর্ম উপদেষ্টা, আমি হিন্দুরও, বৌদ্ধেরও, খ্রিষ্টানেরও ধর্ম উপদেষ্টা।’