দিন শেষে ভারতের বিপক্ষে ৩৫৬ রানে পিছিয়ে বাংলাদেশ
- আপডেট সময় : ০৬:৫৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার ১০ ওভারের চেয়ে কম বাকি থাকলেও মাঠে আলো কমে আসায় নির্ধারিত সময়ের আগেই তৃতীয় দিনের খেলা শেষের ঘোষণা দিয়েছে আম্পায়াররা। তার আগে ২৯৮ দিন পর হাফসেঞ্চুরির দেখা পান বাংলাদেশ অধিনায়ক শান্ত। এটি ছিল তার ক্যারিয়ারের ৪র্থ অর্ধশত।
বাংলাদেশের অধিনায়ক ২০২৩ সালের নভেম্বরে সবশেষ করেছিলেন টেস্ট ফিফটি। সেটাকে অবশ্য পরে সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে করেছিলেন ১০৫ রান। এরপর গেল ২৯৮ দিনে ১০ ইনিংসে আর কোনো ফিফটির দেখা পাননি। সর্বোচ্চ ছিল ৩৮ রান।
দিন শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৮ রান। জয়ের জন্য প্রয়োজন আরও ৩৫৭ রান, হাতে আছে দু’দিন। শান্ত ৫১ রানে ও সাকিব ৫ রানে অপরাজিত আছেন।
এর আগে ভারতের দেয়া ৫১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শুরু করেন সাদমান ও জাকির। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে চা বিরতির আগে ১৩ ওভারে জাকির-সাদমান মিলে স্কোরবোর্ডে তুলে ফেলেন ৫৬ রান। ভারতের মাটিতে প্রথমবারের মতো ওপেনিং জুটিতে পঞ্চাশোর্ধ্ব রান করল বাংলাদেশ দল। এ ছাড়া সব মিলিয়ে ওপেনিং জুটিতে এটি তৃতীয় পঞ্চাশোর্ধ্ব জুটি।
প্রথমবার ২০১০ সালে চট্টগ্রাম টেস্টে তামিম ইকবাল এবং ইমরুল কায়েস খেলেছিলেন ৫৩ রানের জুটি। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং জুটির রেকর্ড নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের দখলে। ২০২২ সালে চট্টগ্রাম টেস্টে দুজনে মিলে করেছিলেন ১২৪ রান।
কিন্তু ইনিংসের ১৭তম ওভারে দলীয় ৬২ রানে জাসপ্রিত বুমরাহর শিকার হন জাকির হাসান (৩৩)। যা ভারতের মাটিতে বাংলাদেশের কোনো উদ্বোধনী জুটির সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ভারতের মাটিতে তিনটি টেস্ট খেলে বাংলাদেশ। ৬ ইনিংসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ স্কোর ছিল তামিম ইকবাল-সৌম্য সরকারের ৩৮ রান। ২০১৭ সালে হায়দরাবাদে এই রেকর্ড গড়েছিলেন দুই ব্যাটার। এবার তাদের পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েন জাকির হাসান ও সাদমান ইসলাম।
এর আগে তৃতীয় দিনের শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হন ভারতের দুই ব্যাটার রিশভ পান্ত এবং শুভমান গিল। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য করে আউট হওয়ার পরের ইনিংসে ১০০ করেছেন গিল। আর পান্তের সেঞ্চুরি এসেছে দেড় বছরের বিরতি দিয়ে ফিরে আসার প্রথম ম্যাচেই।
শেষ পর্যন্ত ভারত ইনিংস ডিক্লেয়ার করে ২৮৭ রানে। তাতেই বাংলাদেশের সামনে টার্গেট হয় ৫১৫ রান।
বাংলাদেশ জার্নাল/কেএইচ