টেন্ডুলকারের ১৫৯২১ ছাড়িয়ে যেতে রুটকে যা করতে হবে
- আপডেট সময় : ০৯:৫৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
আর সাঙ্গাকারা মনে করছেন রুট যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে শুধু জাতীয় রেকর্ড নয়; বিশ্ব রেকর্ডই করে ফেলবেন। তাঁর কথা, টেন্ডুলকারের সর্বাধিক টেস্ট রান ও সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটা রুট নিজের করে নিতে পারেন। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ডেভিড লয়েডও সাঙ্গাকারার সুরে সুর মিলিয়েছেন।
টেস্টে রুটের সাম্প্রতিক ফর্মই সাবেকদের এমনটা ভাবতে বাধ্য করছে। এখন পর্যন্ত ১৪৫ ম্যাচে ২৬৫ ইনিংসে ৫০.৯৩ গড়ে ৩৪ সেঞ্চুরিতে ১২৩৭৭ রান করেছেন রুট। টেন্ডুলকার ২০০ ম্যাচে ৩২৯ ইনিংসে ৫৩.৭৮ গড়ে ৫১ সেঞ্চুরিতে ১৫৯২১ রান নিয়ে ক্যারিয়ারের ইতি টেনেছেন। রান সংখ্যায় ভারতীয় কিংবদন্তিকে টপকে যেতে ইংলিশ ব্যাটসম্যানের দরকার আরও ৩৫৪৫, সেঞ্চুরি করতে হবে আরও ১৮টি।
টেন্ডুলকার তাঁর শেষ টেস্ট খেলেছেন ৪০ বছর ৭ মাস ছুঁই ছুঁই বয়সে। রুটের বয়স এখন মাত্র ৩৩ বছর ৮ মাস। বয়স বিবেচনায় আরও প্রায় ৭ বছর টেস্ট খেললে অনায়াসেই টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড দুটি নিজের করে নেওয়ার কথা রুটের। চোটমুক্ত ও ফর্মের তুঙ্গে থাকলে আরও আগেই (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫–২৭ চক্রেই) তা হয়ে যেতে পারে।