টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাজমুল হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ এলাকায় এ ঘটনা ঘটে।
নামজুল হাসান একই এলাকার গোলাম মোস্তফা ফকিরের ছেলে।
এ বিষয়ে লক্ষিন্দর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল ইসলাম জামাল বলেন, সন্ধ্যায় বাড়ির পাশে তাদের নিজস্ব ডিজিটাল ব্রিজ স্ক্যাল (ওয়েট স্কেল) মেশিনের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন নাজমুল। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
আরএ