কালিয়াকৈর পৌর মেয়রকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ
- আপডেট সময় : ০৪:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১২ বার পড়া হয়েছে
মজিবুরকে পুনর্বহালের দাবিতে নাগরিক কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় আয়োজিত ওই বিক্ষোভ কর্মসূচিতে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী সমবেত হন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে তাঁরা অবরোধ সৃষ্টি করেন। এ সময় উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা কর্মসূচি শেষ করে বাড়িতে ফিরে গেলে প্রায় দুই ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল শুরু হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ব্যবসায়ী নেতা শাহ এরশাদ ফকিরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেন, সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, চন্দ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউছুফ মিয়া, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি সামছুল আলম সরকার, মৌচাক ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল ইসলাম, শিক্ষার্থীদের সমন্বয়ক মো. সিয়াম হোসেন প্রমুখ।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি, জামায়াত নেতা–কর্মী ছাড়া খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী সমাবেশে অংশ নেন।